মানিকগঞ্জ উপজেলার শিবলায়ে গ্রামের এক প্রেস শ্রমিকে কুপিয়ে হত্যা করেছেন দূরবিতরা। আজ শুক্রবার (২৮মে) সকালে উপজেলা শিবালয় গ্রামের এক ফসলের মাঠ থেকে নিতহ রমজান আলীর মরাদেহ উদ্ধার করেন শিবালয় থানার পুলিশ।
পুলিশ মরাদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানিয় সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শিবালয় গ্রামের স্থানিওরা মরাদেহ দেহতে পেয়ে পুলিশকে খবর দেন এরপর পুলিশ এসেছে মরাদেহ নিয়ে যান।
পুলিম জানিয়েছেন, নিহত রমজান আলী ঢাকা, উত্তরার একটি প্রেস কারখানায় কাজ করতে। তিনি ছুটি পেয়ে গত রাতে বাড়ি ফিরছিলেন। তিনি শিবালয়ের মহাদেবপুর বাজারে পৌঁছিয়ে রাত ১০ টার দিকে তার স্ত্রীর সাথে সবশেষে কথা বলেন। তারপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
তিনার পরিবারের একজন্য সদস্য জানিয়েছে, আমরা রাত ৩ পর্যন্ত অনেক খোঁজা খোঁজি করেন কিন্তু কোন খোঁজ পাইনি। না পেয়ে আমরা রাতে বাড়ি ফিরে চলে যায়। সকারে তার বাড়ি পাশের গ্রামের মাঠে মরাদেহ দেখতে পেয়ে আমাদের খবর দেয় স্থানিয়ার। আমরা সেখানে গিয়ে দেখ যে রমজান আলী মরাদেহ পরে আছে।
তানিয়া সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার, শিবালয় সার্কেল মানিকগঞ্জ জানিয়েছেন, তিনির শরীরে বিভিন্ন স্থানে আঘাত আছে ও মাথায় আঘাত আছে। আমরা ধারনা করছি যে কোন ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।
পুলিশ জানিয়েছেন, আমরা এখনি নিশ্চিত করে বলতে পারছিনা যে তাকে করার মেরেছে। তাদের পরিবার ও এ সম্পর্কে নিশ্চিত করে বলতে পারছেন না যে কে বা কারা মেরে ফেরেছে। আমরা তা তদন্ত করে দেখছি।
إرسال تعليق