নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে গোসল করতে গিয়ে স্বামী-স্ত্রী নিখোঁজ - জাহান বাংলা ২৪

 

নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে গোসল করতে গিয়ে স্বামী-স্ত্রী নিখোঁজ


নওগাঁর মহাদেবপুরে ঐতিহ্যবাহী আত্রাই নদীতে গোসল করতে গিয়ে স্বামী-স্ত্রী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

 রবিবার ১২ সেপ্টেম্বর বেলা ১১ টায় উপজেলার খাজুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে আত্রাই নদীর তীরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। 

নিখোঁজ স্বামী স্ত্রী যুগল হলেন দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার পুরাতন জেলখানা সংলগ্ন এলাকার পারভেজ (২০)ও তার স্ত্রী মিনি (১৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান ওই যুগল গ্রামের রেজাউল এর পুত্র জুয়েলের আত্মীয়তার সূত্র ধরে শনিবার ১১ সেপ্টেম্বর তাদের বাড়িতে বেড়াতে আসে। 

জুয়েল জানান, ঘটনার দিন তিনি, তার  যুগল আত্মীয় এবং মিনির বোন মিম আক্তার সহ নদীতে গোসল করতে যান। এ সময় স্বামী-স্ত্রী গোসল করতে করতে নদীর মাঝে গেলে তাদেরকে আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি। অনেক তোলার চেষ্টা করলেও তাদেরকে আটকানো যাচ্ছিল না। তারা পানির নীচে তলিয়ে যায়। 

সাথে সাথে গ্রামবাসীরা ছুটে আসেন। একাধিক প্রচেষ্টায় তাদেরকে উদ্ধার করা সম্ভব না হলে উপজেলা ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। 

উপজেলা ফায়ার সার্ভিসের প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে গ্রামবাসীদের জানান, তাদের ডুবুরি দল না থাকায় উদ্ধার কাজ করা সম্ভব হচ্ছে না। উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ডুবুরি দল আসলে উদ্ধার কাজ শুরু করা হবে।

এ ব্যাপারে জানতে উপজেলা ফায়ার সার্ভিস অফিস ও রাজশাহী ফায়ার সার্ভিস অফিসে একাধিকবার যোগাযোগ করা হলেও তাদের  ব্যবহৃত মোবাইল ফোন ও টেলিফোন নাম্বার বন্ধ পাওয়া যায়।

অপরদিকে মহাদেবপুর থানার এসআই জাহিদ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন ঘটনাটি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। 

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আত্রাই নদীর দুই পাশে মানুষের কোলাহল। অসহায়ত্বের ছায়া, প্রত্যাশার অপেক্ষায়। কখন আসবে ডুবুরি দল, উদ্ধার করবে নিখোঁজ স্বামী স্ত্রীকে।

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post