জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিয়োগ - জাহান বাংলা ২৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের


গত ১ জুন মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে,  মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন ২০০৫ এর ১০ (১) ধারা অনুসারে ড.মো.ইমদাদুল হক, অধ্যাপক, উদ্ভিদবিজ্ঞান বিভাগ ও ডীন, জীববিজ্ঞান অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় কে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা এর ভাইস চ্যান্সেলর পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ করা হলোঃ-

১। ভাইস চ্যান্সেলর হিসাবে তাঁর নিয়োগের ৪(চার) বছর হবে। 

২। ভাইস চ্যান্সেলর পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাআদি পাবে।

৩। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নিবার্হী কর্মকর্তা হিসাবে সর্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন এবং

৪। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোন নিয়োগ বাতিল করতে পারবেন।

৫। তিনি বিধি অনুযায়ী পদের সংশ্লিষ্ট সুবিধা ভোগ করতে পারবে।

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post