রাণীনগের এক বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন পুলিশ - জাহান বাংলা ২৪

রাণীনগের এক বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন পুলিশ - জাহান বাংলা ২৪


শুক্রবার (১১ জুন) রাতে নওগাঁর রাণীনগর উপজেলার কালীগ্রামের বড়িয়াপাড়া গ্রামে শাকিল নামের এক যুবকে তার নিজ শুয়ার ঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেন স্থানীয় থানার পুলিশ।

পুলিশ লাশ উদ্ধার করার পর মর্গে পাঠানো হয়। নিহত শাকিল হলেনে নওগাঁর রাণীনগর উপজেলার কালীগ্রামের বড়িয়াপাড়ার আজিজুল ইসলামের ছেলে।

রাণীনগর থানার ওসি মোঃ শাহিন আকন্দ জানিয়েছে, পুলিশ প্রাথমিক ভাবে ধারাণা করেন তার পারিবারিক কলহের জ্বের ধরে হয়তো গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। আমরার সঠিক তথ্য জানার জন্য লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

পারিবারিক সূত্র জানা গিয়েছে, শুক্রবার (১১জুন) বিকেলে হঠাৎ করে শাকিল তার নিজ ঘরে গিয়ে দরজা বন্ধ করেন, এরপর তীরের সাথে রশি লাগিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

এ সময় বাড়ির লোকজন এবং এলাকার লোকজন জানতে পরে শাকিলের ঘরের দরজা খলে দেখেন তীরের রশিতে তার লাশ ঝুলন্ত অবস্থা আছে। স্থানীয় থানায় মামলা দায়ের করলে পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

শাকিলের বাব বাদী হয়ে রাণীনগর থানায় একটি ইউডি মামলা দায়ের করেন। এরপরে পুলিশ ঘটনাস্থলে আসেন।

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post